সত্যনারায়ন সিং,আসানসোল(খবর7দিন প্লাস):- অপহরণ হওয়া এক গরু ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি চার অপরাধীকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর কমিশনারেটর পুলিশ।
জানা গিয়েছে আসানসোলের সালানপুর থানার কালিপাথর এলাকার এক গরু ব্যাবসায়ী শামসুল আনসারী আজ সকালে কালিপাথর থেকে ধাঙ্গুড়ি হয়ে মেহিজামের রাস্তায় যাওয়ার সময় ঝাড়খণ্ডের একটি এলাকায় পৌঁছতেই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়।অপহরণের পরপরই তারা শামসুলের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে।খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর দেওয়া হয় সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়িতে।বিষয়টি জনাতে পেরেই পুলিশ ঘটনার তদন্তে নামে। সময় নষ্ট না করে তারা জামুড়িয়া এলাকায় অভিযান শুরু করে।অল্প সময়ের মধ্যেই অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শামসুল আনসারীকে নিরাপদে উদ্ধার করা হয়।এর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার সন্দ্বীপ কাররা বলেন, “আমরা শামসুল আনসারীকে উদ্ধার করেছি এবং অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, টাকা লেনদেনের কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”তিনি জানান, এই ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হবে।