ডমরুট শ্রীশ্রী লোকনাথ বাবা সেবাশ্রম রামনবমীর তিথিতে বাৎসরিক অনুষ্ঠানে বহু মানুষের সমাগম দেখা গেল।।

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রমে বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রামনবমী তিথিতে প্রতি বছরের ন্যায় এ বছরও মহাসমারহে বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হল। এদিন সকাল থেকে নাম কীর্তন বিভিন্ন ধর্ম মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং মধ্যাহ্নে শ্রী শ্রী বাবা লোকনাথের ভোগ অর্পণ করা হয় এবং তারপরেই বাবা লোকনাথ মন্দিরে আগত ভক্তদেরকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।শ্রীশ্রী বাবা লোকনাথের বাৎসরিক অনুষ্ঠান ৪২ বছর ধরে একইভাবে হয়ে আসছে।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট বড় একটা মেলাও বসে এবং রাত্রে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।

 ডুমরুট তো বটেই আশেপাশে গ্রাম যেমন আকম্বা,সন্তোষপুর, নোহনা, বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ এই অনুষ্ঠানে সামিল হয় এবং নিষ্ঠা ভাবে প্রসাদ গ্রহণ করেন। এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ সঠিক পথে পরিচালনা করার জন্য ইলামবাজার থানার প্রশাসন কঠোর নজরদারি রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের কর্ণধার বীরেশ্বর ঘোষ তিনি জানান প্রতিবছর এইরকমই এই ভাবেই অনুষ্ঠান হয়ে থাকে এবং আমাদের এই অনুষ্ঠান করার জন্য ভিক্ষায় একমাত্র সম্বল। মানুষ এই সেবাশ্রমকে সাহায্য করে, সেই জন্যই এই অনুষ্ঠান করা সম্ভব হয়ে থাকে।।



নবীনতর পূর্বতন