সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):-। ডঃ বি. আর.আম্বেদকরের জয়ন্তী উপলক্ষে, ডঃ বি. আর. আম্বেদকর বিদ্যাপীঠ ক্যাম্পাসে অবস্থিত আম্বেদকরজির আবক্ষ মূর্তি 'স্বচ্ছ ভারত অভিযান'র আওতায় পরিষ্কার করা হয়। এই অনুষ্ঠানে সমাজকর্মী এবং স্থানীয় নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন অমিতাভ গড়াই, কাজল মন্ডল, আনমোল সিং, চন্দন চক্রবর্তী, চন্দন সাউ, পাপ্পু সিং, টিনা দে, সুশীলা আনসারি, স্বপ্না সাহা এবং সম্রাট ধল। সকলে মিলে মূর্তিটি পরিষ্কার করে আম্বেদকরজির চিন্তাভাবনা স্মরণ করে সামাজিক সম্প্রীতির বার্তা দেন।এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক শ্রদ্ধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।