এবার লক্ষ্য জাপান, প্রায় হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিল মালদা।

 

পার্থ ঝা,মালদা,(খবর7দিন প্লাস):- এবার লক্ষ্য জাপান। চলতি মরশুমে ১ হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিচ্ছে এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি ও মালদা জেলা প্রশাসন।এনিয়ে শুক্রবার দুপুরে মালদা শহরের একটি হোটেলে চাষি, রপ্তানিকারকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। 

উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সাহা, কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত অধিকারিক এস কে মন্ডল, অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, হর্টিকালচার বিভাগের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক, আইসিএআর সিআইএসএইচের বৈজ্ঞানিক দীপক নায়েক সহ অন্যান্যরা। 

সন্দীপবাবু জানান, গত কয়েক বছর ধরে মালদা জেলা থেকে আম রপ্তানি করা হচ্ছে। চলতি মরশুমে আমরা অন্যান্য দেশের পাশাপাশি জাপানে‌ও আম রপ্তানির উদ্যোগ নিচ্ছি। ভিএসটি ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় ১ হাজার টন আম জাপানে আম রপ্তানির লক্ষ্য স্থির করেছি।

নবীনতর পূর্বতন