নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- রাম নবমীর দুদিন আগে একাধিক বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল ছড়ালো তারাপীঠ থানা এলাকায়। আজ সকালে পুলিশ গোপন সূত্রে খবর পাই যে ঝোলার মধ্যে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়। জানা গেছে ওই ঝোলাটির মধ্যে আনুমানিক ৮ থেকে ১০পিস তাজা বোমা ছিল। খবর দেওয়া হয় বম্ব স্কয়ারকে। বোমা গুলি রাখা ছিল বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত বুধি গ্রামের বামন ডিহি গ্রামের কালভাটের নিচে। এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।
রামনবমীর আগে একাধিক বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো তারাপীঠ থানা এলাকায়
byKhabar7din Plus
-