জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- শান্তিনিকেতন: ঈদ উপলক্ষে একদিনের বিশেষ মিলন মেলার আয়োজন করা হয় বোলপুরের লাইকবাজারে। সন্ধ্যা ৬টায় প্রদীপ জ্বালিয়ে এই মেলার শুভ সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে। এদিন মেলা মঞ্চে কাজল শেখকে বিশেষভাবে সম্মানিত করা হয়। কঙ্কালী পঞ্চায়েতের সদস্য আলেপ শেখ তাঁকে রুপোর মটুক পরিয়ে বরণ করেন।
মেলার মূল উদ্যোক্তারা জানান, প্রতি বছর এই মিলন মেলা আয়োজন করা হবে এবং সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে। স্থানীয় মানুষজন থেকে শুরু করে দূর-দূরান্ত থেকেও অনেকে এখানে এসেছেন ঈদের আনন্দ ভাগ করে নিতে।১৫০-র বেশি দোকান বসে এই মেলায়, যেখানে আল্লাহ পাতি, পোশাক, খেলনা, খাবারসহ বিভিন্ন পণ্যের স্টল দেখা যায়। পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কঙ্কালী পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলেফ শেখ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরো মেলাই পরিণত হয়েছিল এক মিলন ক্ষেত্রের।।