জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- আগুনের ক্ষয়ক্ষতি থেকে সাবধানতা, সতর্কতা ও সচেতনতার বার্তা দিতে ভারতে প্রতি বছর ১৪ থেকে ২০ এপ্রিল "জাতীয় অগ্নিনির্বাপণ পরিষেবা সপ্তাহ" পালন করা হয়। উল্লেখ্য,১৯৪৪ সালের বোম্বে ডক বিস্ফোরণের অগ্নি নির্বাপন কর্মীদের অকাল প্রয়াণের স্মৃতিতে এক সপ্তাহ জুড়ে জাতীয় অগ্নি নির্বাপন সেবা দিবস পালনের সপ্তাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অগ্নি থেকে নিরাপত্তা এবং সত্বর প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীরভূমের দুবরাজপুর ব্লকের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে আজ ১৬ এপ্রিল বিদ্যালয় অঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাপীঠের ছাত্ররা বেশ উৎসাহের সঙ্গে এই কর্মশালায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ,প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।উল্লেখ্য, মাস ছয়েক আগে বীরভূমের দুবরাজপুরে এই অগ্নি নির্বাপন কেন্দ্র স্থাপিত হয়েছে। তাদেরই উদ্যোগে একটি ইঞ্জিন বিদ্যালয়ের মাঠে এদিন খড়ের গাদায় আগুন লাগিয়ে কিভাবে তা তাড়াতাড়ি নেভানো সম্ভব হয় তা হাতে-কলমে দেখান। সেই সঙ্গে এলাকায় আগুন লাগলে কিভাবে তাদের সঙ্গে সংযোগ করতে হয় সে কথাও তুলে ধরেন এই কেন্দ্রের আধিকারিক মনোজিৎ সাহা।
গতকালই এই দুবরাজপুর পুরশহরের মণিমহেশ হাসপাতালে একটি আগুন প্রতিরোধ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন এলাকায় এই সচেতনতামূলক প্রচার নিয়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রের আধিকারিক কৃষ্ণ দয়াল বসু।।