সৈকত শর্মা, পশ্চিম বর্ধমান : বেশ কয়েক বছর আগেও আতঙ্কের অপর এক নাম ছিল ক্যান্সার। কিন্তু বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে সেই আতঙ্কের ছায়া থেকে কিছুটা বেরিয়ে আসা সম্ভব হয়েছে। তবে এই কর্কট রোগ থেকে মুক্তি পেতে হলে সবার আগে আমাদের প্রয়োজন সচেতন হওয়া। তাই ক্যান্সার সচেতনতাকে সামনে রেখে রবিবার সকালে এক অভিনব উদ্যোগ নেয় সিয়ারসোল বাবুপাড়া ফিরে দেখা প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটি। ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল
রানীগঞ্জের শিশু বাগান ময়দানে। এদিনের এই ম্যারাথন শিশু বাগান ময়দান থেকে শুরু হয়ে রানীগঞ্জ শহর প্রদক্ষিণ করে। এরপর শিশু বাগান ময়দানে এসেই শেষ হয়।
উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে , এদিনের এই ম্যারাথন দৌড়ে ৫৩৭ জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছিল কিন্তু ৫১২ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে পুরুষ প্রতিযোগী সংখ্যা ছিল ৩৭৩ জন। অন্যদিকে মহিলা ছিলেন ১৩৯ জন। নারী-পুরুষ নির্বিশেষে সকল অংশগ্রহণকারী সাধারণ মানুষকে ক্যান্সার বিষয়ে সচেতন করতে দেখা গেছে।
প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটি তত্ত্বাবধানে আয়োজিত তৃতীয় বর্ষের এই ম্যারাথন দৌড়ে পুরুষদের মধ্যে প্রথম হয় চিত্তরঞ্জনের বাসিন্দা সন্তোষ কুমার যাদব। দ্বিতীয় হয়েছেন শুভদীপ গড়াই। তৃতীয় স্থানে প্রশান্ত দাস। অন্যদিকে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে নেয় রানীগঞ্জের বাসিন্দা একতা গুপ্তা। পিয়া লোহার দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ঈশিতা ঘোষ। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের নগদ অর্থ-সহ মেডেল প্রদান করা হয়।
এদিন ম্যারাথন দৌড় দেখতে মাঠে উপচে পরে উৎসুক জনতার ভিড়। জানা গিয়েছে সামাজিক এই সংগঠন এইবার প্রথম নয় প্রতিবারই নানা ধরনের অনুষ্ঠান করে থাকে। এবার তাদের মূল লক্ষ্য ছিল ক্যান্সারের সচেতনতা।
এই বিষয়ে সংস্থার সভাপতি ডঃ শুভ্রাংশু সামন্ত জানিয়েছেন, আমাদের এই সংস্থা প্রতিবছরই নানা অনুষ্ঠানের আয়োজন করে। গত বছর লক্ষ্য ছিল ৫০০০ বৃক্ষরোপণ করা। এবার ক্যান্সার সচেতনতাই মূল লক্ষ্য।
আগামী দিনেও তারা এই ধরনের আরো অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে বিভিন্ন সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারবেন। এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে।