জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বিজেপি এবং সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল নিয়ে আজ বীরভূমের ইলামবাজারে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে।মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক,শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। আর এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি শুরু করেছে চাপান উতোর। বিজেপি বলছে শাসক তৃণমূল কংগ্রেস এই চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী, অন্যদিকে শাসক তৃণমূল কংগ্রেস শিক্ষকদের চাকরি যাওয়ায় বিজেপি ও সিপিএমের দিকে আঙুল তুলছে।এই নিয়ে দিশেহারা সদ্য চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বীরভূমের ইলামবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে আজ ১১ এপ্রিল ইলামবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে।
বিজেপি এবং সিপিআইএমের ষড়যন্ত্রে এমনই এক কার্যকলাপ হয়েছে বলেই তারা স্লোগান তোলেন।এই মিছিলে নেতৃত্ব দেন ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদে কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও অগণিত সাধারন মানুষ।।