কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করায় বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকেরা


পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- মালদা জেলার গাজোল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির  ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন । এলাকার বিজেপি নেতৃত্ব বৃন্দরা স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো l এরই পাশাপাশি সমবায় সমিতির ম্যানেজার সহ কর্মীদেরকে বিজেপি মহিলা নেতৃত্বরা টেনে হিঁচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেয় l পাশাপাশি মহিলারা পুলিশ কেউ ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে  

 জানা যায় ২৩ শে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটের নির্ধারিত দিন ঠিক করা ছিল ।হঠাৎই  ২৩ তারিখ সকালেই প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয়  lএই নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দেয় l প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান এলাকায় বিজেপি যেহেতু শক্তিশালী সেক্ষেত্রে বিরোধী অর্থাৎ তৃণমূলরা ভয় পেয়েছে। সে ক্ষেত্রে তৃণমূলের কথা অনুযায়ী ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে  যতক্ষণ না এই ভোট প্রক্রিয়া চালু হবে ততক্ষণ সমবায় সমিতি বন্ধ থাকবে আমরা আজকে সমবায় সমিতির কর্তৃপক্ষকে সমিতি বন্ধ করে দিতে বলি তারা সমবায় সমিতি বন্ধ করে দেয়।



নবীনতর পূর্বতন