শিক্ষামন্ত্রীর উপর হামলা বর্বরোচিত আচরণ,ক্যাম্পাসের বাইরে বেরোলে বুঝতে পারবে। কাঁকসা থেকে বামেদের এই ভাষায় তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- বামেরা ছাত্র সংগঠনকে যা করছে তা অপসংস্কৃতি ছাড়া কিছুই না।ওরা ক্যাম্পাসের ভিতরে যা করছে এর ফল ক্যাম্পাসের বাইরে বেরোলে বুঝতে পারবে।শান্ত শিক্ষাঙ্গনকে অশান্ত করছে ওরা। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনায় বামেদের বিরুদ্ধে এমনই ভাষায় তোপ দাগলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার।

রবিবার বিকালে কাঁকসা পানাগড়ে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে ,ফলক উন্মোচন  করে স্কুলের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।

 অনুষ্ঠানে ছিলেন এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল,গলসির বিধায়ক নেপাল ঘরুই,কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজসেবী পল্লব ব্যানার্জি সহ অন্যান্যরা। 

মন্ত্রি সহ অন্যান্য অতিথিদের সামনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কচিকাঁচারা। যাদবপুরে রাজ্যের শিক্ষা মন্ত্রীর ওপর হামলার কড়া নিন্দা করেন পঞ্চায়েত মন্ত্রী। মন্ত্রীর দাবি, যেহেতু আমরা সবকিছু সহ্য করি তার বিনিময়ে এই উপহার পাচ্ছি আমরা। বামেদের কটাক্ষ করে মন্ত্রী বলেন, বিধানসভায় তারা শূন্য হয়েছে, তারা কখনো টুম্পা নাচাচ্ছে, আবার কখনো গণতন্ত্রের পূজারী বনে যাচ্ছে। নির্বাচনের ফলাফলে বারবার দেখেছে শূন্য হচ্ছে, এবার মাইনাস হবে।

নবীনতর পূর্বতন