আর্থিক দুর্নীতি মামলায় মালদা মেডিকেল কলেজে সিবিআই হানা দিয়ে কর্মরত অবস্থায় গ্রেফতার করেন কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে

পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- মালদা মেডিক্যাল কলেজে সিবিআই হানা। মেডিকেল কলেজের ফ্যাসিলিটর ম্যানেজার অভিজিৎ দাস আর্থিক দুর্নীতির পুরনো মামলায় সময়মতো হাজিরা না দেওয়াই মঙ্গলবার দুপুর নাগাদ সিবিআই এর তিনজনের প্রতিনিধি দল এসে কর্তব্যরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জানাগেছে, অভিজিৎ দাস প্রায় চার মাস আগে মালদা মেডিকেল কলেজে কাজে যোগদান করেন। তার আগে আলিপুরদুয়ারে এক স্বাস্থ্য কেন্দ্রে ছিলেন, আলিপুরদুয়ারের আগে ওয়ার্ড মাস্টার হিসাবে কর্তব্যরত ছিলেন কামারহাটি এলাকার বরানগর স্বাস্থ্যকেন্দ্রে। সম্ভবত সেইখানেই আর্থিক দুর্নীতির মামলায় তাকে এরেস্ট করা হয়েছিল।পরবর্তীকালে একাধিকবার  হাজিরার নির্দেশ অমান্য করাতেই আজ সিবিআই এসে কর্তব্যরত অবস্থায় তাকে গ্রেফতার করেন।

নবীনতর পূর্বতন