পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-রাস্তায় বাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও পাশে দাঁড়াচ্ছেনা মালিক পক্ষ। বিভিন্ন কিছু ক্ষেত্রে মিলছে প্রশাসনিক সহযোগিতা। যার দরুণ রাস্তায় বাস চালাতে গিয়ে পদে পদে নানান সমস্যা ও অসুবিধার মধ্যে পড়ে জেরবার হচ্ছেন বেসরকারি বাসের পরিবহণ কর্মীরা। শনিবার এমনটাই অভিযোগ তুলে সংগঠনভুক্ত পরিবহণ কর্মীদের নিয়ে বৈঠক করলেন রতুয়া বাস ও মিনিবাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যরা। রতুয়া থানার পার্শ্ববর্তী মাঠে বসে পরিবহণ কর্মীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আন্দোলনে নামার। আন্দোলনের অঙ্গ হিসেবে অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ রাখার কথা ঘোষণা করলেন শনিবার।
বাস মালিক পক্ষ পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে পরিবহন কর্মীরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার ঘোষণা
byKhabar7din Plus
-