বাস মালিক পক্ষ পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে পরিবহন কর্মীরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার ঘোষণা

পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-রাস্তায় বাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও পাশে দাঁড়াচ্ছেনা মালিক পক্ষ। বিভিন্ন কিছু ক্ষেত্রে মিলছে প্রশাসনিক সহযোগিতা। যার দরুণ রাস্তায় বাস চালাতে গিয়ে পদে পদে নানান সমস্যা ও অসুবিধার মধ্যে পড়ে জেরবার হচ্ছেন বেসরকারি বাসের পরিবহণ কর্মীরা। শনিবার এমনটাই অভিযোগ তুলে সংগঠনভুক্ত পরিবহণ কর্মীদের নিয়ে বৈঠক করলেন রতুয়া বাস ও মিনিবাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যরা। রতুয়া থানার পার্শ্ববর্তী মাঠে বসে পরিবহণ কর্মীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আন্দোলনে নামার। আন্দোলনের অঙ্গ হিসেবে অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ রাখার কথা ঘোষণা করলেন শনিবার।

নবীনতর পূর্বতন