জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী রমজান হল নবম মাস, যে মাস মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস। তাই ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ছোটচক গ্রামে ঈদের দিন সাত সকালেই সমস্ত গ্রামবাসী মিলে জানাজের নামাজ পড়তে নতুন পোশাক পরিধান পরে ব্যস্ত দেখা গেল। জয়দেব কেন্দুলি অঞ্চলের ছোটচক, সাহাপুর, ডাঙ্গাপাড়া,বরচাতুরি থেকে আরম্ভ করে সমস্ত মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ আজ এই ঈদের দিনে খুশির জোয়ার দেখা গেল। সমগ্র বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দীর্ঘ এক মাস ধরে রোজা পালন করেন। রোজার আরেক নাম,সিয়াম যার অর্থ সংযম। এককথায় রোজা হলো সংযমের মাস।রমজানের এই মাসটি একটি পবিত্র মাস হিসেবে চিহ্নিত করা হয়। সমস্ত গ্লানি উপবাসের কৃচ্ছ সাধনের দ্বারা রমজান মাস পালনের অন্যতম ব্রত। রোজা পালনের সাথে অঙ্গাঙ্গী যুক্ত জাকাত ও ফিতরা।
জাকাত অর্থাৎ সম্পদ কর এবং ফিতরা অর্থাৎ দান করা। যে ব্যক্তি রোজা পালনে অক্ষম তাঁর কাছে উপায় হলো অনাহারে থাকা প্রতিবেশীকে অন্নদানকরা।বর্তমানে ঈদ বা ইদলফেতর এক সর্বাঙ্গীণ রূপ লাভ করেছে। সারা মাসব্যাপী রোজা পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ, সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।জয়দেব কেন্দুলীর প্রশাসনের কর্মরত আইসি সৌমিত্র সুকুলের নেতৃত্বে ,যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়,তার দিকে কঠোর নজরদারি ছিল জয়দেব কেন্দুলির প্রশাসনের।সম্প্রীতির কবি নজরুল ইসলামের কথা দিয়ে শুরু করেছিলাম এই কলাম, শেষ করছি তাঁরই গানের কথা দিয়ে। “আজ ভুলে যা তোর দোস্ত্-দুশমন হাত মেলাও হাতে….। “