পার্থ ঝা, মালদা (খবর7দিন প্লাস):-আসন্ন খুশির ইদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন রতুয়া ২ নং ব্লকের পরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার পাল ।শনিবার পরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকারের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চোখে পড়ল পরানপুর এলাকায়। এদিন পরানপুর অঞ্চলের প্রতিটি গ্রাম থেকে প্রায় ৫০০ জন গ্রামের মুসলিম পরিবারের অসহায় মানুষজনের হাতে ইদের নতুন বস্ত্র তুলে দেন। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে, পরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার (পাল )ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও অন্যান্যরা