পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি। কয়েক লক্ষ টাকার গাঁজা সহ পাকড়াও করল দুই পাচারকারীকে।জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঝন্টু সরকার। বয়স ৩৫ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে এবং অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায়। বয়স ৩৩ বছর। বাড়ি দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। সোমবার রাতে তারা দুজনে মিলে একটি ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা দিল্লিতে পাচারের ছক কষেছিল। সেই উদ্দেশ্যে তারা ট্রলি ব্যাগ নিয়ে মালদা টাউন স্টেশনে দিল্লিগামী ট্রেন ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল।
বিশেষ সূত্র মারফত এই খবর পেয়ে মালদা টাউন স্টেশনের জিআরপি তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের ট্রলি ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় ২৭ কেজি ২৪৩ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ টাকা। তাই মঙ্গলবার জিআরপির পক্ষ থেকে ধৃত দুজনকেই পেশ করা হয় মালদা জেলা আদালতে।