জেলা জুড়ে এক স্বর বাল্যবিবাহ রদ কর"এই স্লোগান নিয়ে অভিনব কর্মসূচি গ্রহণ করল বীরভূম জেলা প্রশাসন

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বাল্যবিবাহে বীরভূম জেলার সঙ্কটজনক পরিস্থিতি দূর করতে অভিনব কর্মসূচী গ্রহণ করলো বীরভূম জেলা প্রশাসন।।বীরভূম জেলা জুড়ে বাল্যবিবাহ এবং বাল্যশ্রম দূর করতে জেলার সমস্ত উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক অভিনব পদযাত্রার মধ্য দিয়ে প্রচার করা হয় এবং সহায়তায় বীরভূম সংস্কৃতি বাহিনী।একই সময়ে বাল্যবিবাহ সচেতনতা বিষয়ক একটি নির্দিষ্ট নাটক অভিনীত হবে জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে। ইলামবাজার ব্লকের জয়দেব অঞ্চলের জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয়, সাহাপুর, অন্যদিকে পায়ের, ইলামবাজার, চুন পলাশী সহ একাধিক বিদ্যালয়ে একই ছবি দেখা যায়।

আগামী ২৬ মার্চ বিশ্ব নাট্য দিবসের প্রাক্কালে জেলার  অষ্টম থেকে দ্বাদশ ক্লাস যেখানে আছে এমন বিদ্যালয়গুলোতে ১১.৩০ মিঃ থেকে শুরু হবে বিশেষ আলোচনা। ঠিক ১২ টায় সারা জেলার সব স্কুলে ছাত্রীরা তিনটি ঘণ্টাধ্বনি করবে। তারপর শ্লোগান,,,

১২.১০ মিনিটে শুরু হবে নাটক,, নারী নক্ষত্র,, ।বিদ্যালয়ের এই বিশেষ কর্মসূচীতে  অংশগ্রহণ করবেন অভিভাবক - অভিভাবিকা, আশা - অঙ্গনওয়ারি কর্মীগণ, স্বনির্ভর গোষ্ঠী,বিবাহে বিভিন্ন পরিষেবা দানকারী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, জনপ্রতিনিধিগণ প্রমুখ। নাটক শেষে বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ নেবেন সর্বশ্রেণির মানুষ। তার আগে ২৪ মার্চ, বিদ্যালয় থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে বাল্যবিবাহের বিরুদ্ধে।জেলাশাসকের একটি শ্লোগান বীরভূম জেলায় ছড়িয়ে পড়েছে ।এই কর্মসূচীতে ব্লক এবং পঞ্চায়েত যাতে সক্রিয়ভাবে যুক্ত থাকে তারজন্য নির্দেশ দিয়েছেন জেলা শাসক।

নবীনতর পূর্বতন