দুলাল খুনের অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথের জামিন খারিজ করল আদালত

 

পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- দুলাল খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওরীর ফের জামিন খারিজ।বুধবার ছিল মালদা জেলা আদালতে শুনানি।সেখানে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়।কিন্তু জামিন খারিজ  করে আদালত। 

 প্রসঙ্গত, ২ জানুয়ারি নিজের ওয়ার্ডে নৃশংস ভাবে খুন হন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার।এই ঘটনায় মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও আরেক অভিযুক্ত স্বপন শর্মা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।বুধবার ভার্চুয়াল ভাবে আদালতের শুনানি ছিল।সেখানেই নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়। কিন্তু খারিজ হয়ে যায়।

  প্রয়াত দুলাল সরকারের স্ত্রী তথা আইনজীবী চৈতালি সরকার বলেন,আজকে যার হেয়ারিং হয়েছে তাতে নরেন্দ্রনাথ তিওয়ারি কে অন্যতম অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে।দ্রুত এই মামলার নিষ্পত্তি চান তিনি। দ্রুত যাতে মামলা শেষ হয়ে অভিযুক্তরা যাতে শাস্তি পায় দাবি বিজেপির।

নবীনতর পূর্বতন