ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু ইলামবাজার ঘুড়িষার বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আলাউল হক।*

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- ডাম্পারের সাথে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইলামবাজার ঘুড়িষা শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কের উপর। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। বেশ কিছুক্ষণ ইলামবাজার দুবরাজপুর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ইলামবাজার থেকে ঘুড়িষার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন সৈয়দ আলাউল হক ওরফে মিন্টু (৩৯)। অন্যদিক পিছন থেকে দশ চাকার পাথর ভর্তি ডাম্পার ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়েন বাইক আরোহী। তড়িঘড়ি স্থানীয় মানুষেরা ছুটে আছে এবং এলাকার থানার প্রশাসনকে খবর দেওয়া হয়। মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেই ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের স্থানীয়দের দাবি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপরে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে ময়না তদন্তের জন্য। আজ মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হবে বলেই পরিবার সূত্রে জানা যায়। যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে ঘুড়িষাগ্রামে। ইতিমধ্যেই ডাম্পার সহ গাড়ি চালকে আটক করেছে ইলামবাজার থানার পুলিশ।।



নবীনতর পূর্বতন