নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- আসন্ন দোল ও হোলি উৎসব কে সামনে রেখে আজ সকালে কাঁকসা থানায় একটি সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত,জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, সমাজসেবী পল্লব ব্যানার্জি সহ ভিবিন্ন ক্লাব ও পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা ও পানাগড় বাজারের মসজিদের ইমাম ও এলাকার বিশিষ্টজনেরা।
জানা গেছে দোল উৎসবের পাশাপাশি হোলি উৎসবটাও পানাগড়ে মহা ধুমধামে পালিত হয়।তাই এলাকায় যাতে এই দুই দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের কড়া নজরদারি রাখা হবে।জাতীয় সড়কে বা রাজ্য সড়ক গুলিতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যও পুলিশ নজরদারি রাখবে।একই সাথে এই দুই দিন সাধারণ মানুষ যাতে ক্যামিক্যাল জাতীয় রং ব্যবহার না করে ভেষজ রং ও আবির ব্যবহার করে উৎসবের আনন্দ উপভোগ করে সেই আবেদন করা হয়।