পার্থ ঝা,মানিকচক(খবর7দিন প্লাস):-- ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ এক ব্যক্তি। জানা গেছে নিখোঁজ ব্যক্তির নাম স্বপন মন্ডল। বয়স আনুমানিক ৩৮ বছর।বাড়ি মালদার মানিকচকের নাজিরপুর বেগমগঞ্জ এলাকায়।পরিবারে বৃদ্ধ মা,স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে।
নিখোঁজ ব্যক্তির পরিবার লোকজন জানান বিগত প্রায় চার মাস আগে ভিন রাজ্য দিল্লীতে শ্রমিকের কাজ যায়।এরপর বিগত ২১তারিখ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এমনটাই ফোন মারফত পরিবারের লোকজনকে জানান স্বপন।তবে আনুমানিক দশদিন কেটে গেলেও বাড়ি আসেননি তিনি।বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোন সন্ধান মিলেনি।ফলে চিন্তায় রয়েছে পরিবারের লোকজন।