OPS স্কিমের আওতায় পেনশনকে আনার দাবিতে আন্দোলন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ইউনিয়নের


 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-:- নো এন পি এস(NPS) নো ইউ পি এস(UPS) অনলি ওপি এস(OPS) এই স্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার পানাগড় স্টেশন সংলগ্ন ট্যাঙ্কি তলায় বিক্ষোভ দেখালেন ইস্টান রেলওয়ে মেন্স কংগ্রেস ইউনিয়নের সদস্যরা।পাশাপাশি এদিন ট্যাঙ্কি তলায় একটি সভা অনুষ্ঠিত হয়।এদিন অনুষ্ঠানে পানাগড় সহ দুর্গাপুর ও অন্ডাল সহ বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা যোগ দেন।সংগঠনের সদস্যদের অভিযোগ রেল দফতর বর্তমানে রেল কর্মীদের উপর যে সমস্ত নিয়ম লাগু করতে চাইছে তা মেনে নিলে শ্রমিকদের ক্ষতির মুখে পড়তে হবে।তাই তার বিরোধিতায় নেমেছেন সকল রেল কর্মীরা।তাদের অভিযোগ রেল কর্মীরা অবসরের পর তাদের যে পুরানো স্কীমের আওতায় অর্থাৎ ওপিএস(OPS) স্কীমে পেনশন দেওয়া হতো সেই স্কীমেই তাদের পেনশন দিতে হবে।রেল দফতর রেল কর্মীদের নতুন নিয়ম করে যে পেনশন স্কীম চালু করতে চাইছে সেই নিয়ম তারা কোনো ভাবেই মেনে নেবেন না।তার জন্যই দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে।এবং রাজ্য নেতৃত্বের নির্দেশে তারা পানাগড়েও আন্দোলনে নেমেছেন।

নবীনতর পূর্বতন