নবাব খান,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- স্কুল ভ্যানের মধ্যে ধারালো অস্ত্র উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানার শ্যামপুর বিজয় যোগাসন পল্লী এলাকায়। শুভ আচার্য নামে অভিযুক্ত চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, শনিবার শ্যামপুর এলাকার একটি গ্যারেজে ওই স্কুল ভ্যানটি মেরামতির কাজে যায় অভিযুক্ত চালক শুভ আচার্য। সেখানেই অন্য এক গাড়ির চালকের সঙ্গে বিবাদে জড়িয়ে যায়। ঠিক সেই সময় ওই স্কুল ভ্যান থেকে একটি ধারালো অস্ত্র বের করে। উপস্থিত মানুষ তাকে ধরে ফেলে ও বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ধারালো অস্ত্র সহ অভিযুক্তকে আটক করে।
যদিও অভিযুক্ত চালক শুভ আচার্যের দাবি, সে চালক নয়, হেল্পারের কাজ করে। এমনকি ওই অস্ত্রটি বাড়িতে ছিল। কাওকে কোপানোর উদ্দেশ্যে নয়, কামারশালায় ধার করানোর জন্যই সে এনেছিল বলে দাবি করে।