বিপুল উদ্দীপনার সাথে শুরু হলো "সীমান্ত অঞ্চল যুব আদান প্রদান কার্যক্রম""

 

অভিজিৎ দাস,দুর্গাপুর (খবর7দিন প্লাস):- ভারত সরকারের যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাব কো- অর্ডিনেশন সোসাইটি ও রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি এর সহযোগিতা ১২/২/২৫ বিকেল ৩ টা থেকে  বিধাননগরে অবস্থিত বিশপ হাউসে সীমান্ত অঞ্চল যুব আদান প্রদান কার্যক্রম"" এর শুভ সূচনা হয়েছে। চলবে আগামী ১৬/২/২৫ পর্যন্ত।অনুষ্ঠানের সূচনা করেন অর্জুন পুরস্কার প্রাপ্ত সেনানী ভাগীরথ সামুই। প্রধান অতিথি ছিলেন  পশ্চিম বর্ধমান জিলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি। ছিলেন জাতীয় শিক্ষক রমেশ রক্ষিত, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এর শিক্ষা অধিকর্তী সঙ্ঘমিত্রা দাসগুপ্ত সহ অনান্যরা। সকলেই দেশ গঠনের কাজে যুবদের আরও বেশী করে অংশ নেবার জন্য আবেদন রাখেন। 

স্বাগত ভাষণ দেন নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য। সঞ্চালক ছিলেন কবি ঘোষ। অনুষ্ঠানে আসাম,ত্রিপুরা,মেঘালয়, সিকিম, বিহার ও উত্তরপ্রদেশ থেকে ২৫ যুব প্রতিনিধি বন্ধুরা অংশ গ্রহণ করছে। জাতীয় ঐক্য অখন্ডতা সম্প্রীতি সংহতি, আর্থসামাজিক অবস্থা বিষয়ে মতের আদান প্রদান ও আলাপ আলোচনা হবে।


নবীনতর পূর্বতন