বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়লো লিফট, গুরুতর আহত এক

 


নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-বহুতল আবাসনের লিফটের রক্ষনাবেক্ষনের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা।  গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা সূত্রে জানা গেছে দুর্গাপুরের তপবন সিটির ৫৮ নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে চেপে নিচে নামছিল ওই ব্যক্তি। 

লিফ্টে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটটি।গুরুতর আহত হন ওই ব্যক্তি। এরকম ভয়ানক দৃশ্য দেখতে পেয়ে নিরাপত্তারক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা পুলিশ।

নবীনতর পূর্বতন