কড়া নিরাপত্তায় এবং নানান বাধা অতিক্রম করে আজকে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিল ছাত্র-ছাত্রীরা

 

নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা।এদিন সকাল ১০ টা কাঁকসার যে সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলি রয়েছে তাতে কড়া নিরাপত্তায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়।মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে এবছর দুর্গাপুর মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ১২,২৩৬ জন।যার মধ্যে ছাত্র রয়েছে ৫,৫৮৩ জন ও ছাত্রী রয়েছে ৭,৬৫৩ জন।প্রতিটা কেন্দ্রেই কড়া নজরদারি রাখা হয়।এডমিট কার্ড দেখেই পরীক্ষার্থীদের ভিতরে প্রবেশ করানো হয়।হাত ঘড়ি,মোবাইল,ইলেকট্রনিক্স জিনিস সহ অন্যান্য সামগ্রী নিয়ে ভিতরে কাউকে এদিন প্রবেশ করতে দেওয়া হয় নি।এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে দুই ছাত্রী ভুল করে পানাগড় বাজার হাই স্কুলের বদলে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে পরীক্ষা দিতে এসে দেখে তাদের পরীক্ষার সিট পড়েছে পানাগড় বাজার হাই স্কুলে।


দুটি পরীক্ষাকেন্দ্রের মধ্যে দূরত্ব অনেকটাই।তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশকে বিষয়টি জানালে কাঁকসা ট্রাফিক গার্ডে কর্মরত এক কর্মী তড়িঘড়ি বাইকে করে দুই পরীক্ষার্থীকে সঠিক পরীক্ষাকেন্দ্রে সময়ের আগেই পৌঁছে দেয়।দশ বছরের পড়ুয়া জীবনের সব চেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা । আজকে শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষায় আজ হচ্ছে প্রথম ভাষার পরীক্ষা । আজকের পরীক্ষায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে । 

পড়িক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য প্রশাসন সজাগ রয়েছে । পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন “ আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে । প্রশাসন এবং পুলিশ সজাগ রয়েছে । সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে । পরীক্ষার্থীদের যাতে কোন অসবিধা না হয় তার জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে । পরীক্ষা নিয়ে কোন গোলমালের কোন খবর নেই কোথাও । নির্বিঘ্নে পরীক্ষা চলছে । বন ও ভুমি সংস্কার দপ্তরের জেলা পরিষদের কর্মাধক্ষ্য বুড়ি টুডু বলেন “ জঙ্গল মহল এলাকায় বহু পরীক্ষার্থী পায়ে হেঁটে আসে । তাই বনবিভাগ ঐরাবতকে কাজে লাগিয়ে নির্বিঘ্নে পরিক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার ব্যবস্থা করেছে । জঙ্গল মহল এলাকায় বন্য জন্তু বিশেষ করে হায়নার  মুখে যাতে না পড়ে পরিক্ষার্থীরা তার ব্যবস্থা করেছে বন বিভাগ । কর্মাধক্ষ্য বুড়ি টুডু জানান কিছুদিন আগেই দেবশালা জঙ্গল মহল এলাকায় হায়নার উপদ্রব হয় এবং আহত হয় কয়েক জন । জঙ্গল মহল এলাকায় এরপরে একটা চাপা আতঙ্ক রয়েছে । এই অবস্থায় বনবিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের নিজেদের তত্ববধানে পৌঁছে দেবে । এরফলে পরীক্ষার্থীদের বনবিভাগের এসকর্টের মধ্য দিয়ে পরীক্ষার্থীরা চুয়ো , ত্রিলোকচন্দ্রপুর , রক্ষিতপুর অঞ্চল থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় ।

নবীনতর পূর্বতন