জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- কৃষি নির্ভরশীল বীরভূম, আর বীরভূমের কৃষি মূলত বৃষ্টি নির্ভর।বীরভূমের দুবরাজপুর সহ ইলামবাজার ব্লকের সন্তোষপুর, নারায়ণপুর, উদয়পুর অজয় নদীর তীরে প্রচুর পরিমাণে চাষ হয়।এবং সল্লাপাহাড় গ্রামে শাল নদীর ধারে গড়ে ওঠা সৌরশক্তির সাহায্যে সেচ ব্যবস্থা পুনঃরায় চালু হওয়ায় এলাকার কৃষকদের মনে হাসি ফুটেছে। উল্লেখ্য,জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় ২০২৩ সালে নির্মিত হয় "ছোট রিভার লিফট ইরিগেশন" (solar mini RLI project)। প্রকল্প নির্মাণে ব্যয় হয় প্রায় ৭০ লক্ষ টাকা দুবরাজপুর ব্লকের জন্য বরাদ্দ হয়।অন্তত ২৫০ বিঘা কৃষিজমি সেচ করার উদ্দেশ্যে তা স্থাপিত হয়।
স্থানীয় সল্লাপাহাড়,পটলপুর,বনকাটি,কুমারবুন্দরা,ডিহিপাড়া এমন পাঁচটি গ্রামের চাষিরা নিশ্চিত এই সেচ ব্যবস্থার ফলে কৃষি কাজে লাভের মুখ দেখে। কিন্তু দুষ্কৃতীরা পাইপ লাইনের যন্ত্রাংশ চুরি করে নেওয়ার ফলে বন্ধ হয়ে যায় সেচ ব্যবস্থা। মুখ থুবড়ে পড়ে চাষীদের কৃষিকাজ। তবে সুখের কথা কৃষকদের উন্নয়নের স্বার্থে পুনরায় সেই কাজে হাত বাড়িয়েছে দুবরাজপুর এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি(FPO)। দুবরাজপুর ব্লক কৃষি দপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শ এবং নাবার্ডের আর্থিক সহযোগিতায় পুনরায় সোলার সিস্টেমে সেচ ব্যবস্থা শুরু করা সম্ভব হয়েছে। কোম্পানির চীপ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার পাল জানিয়েছেন, কৃষকের আয় বৃদ্ধির জন্য কৃষি দপ্তরের সহযোগিতায় এখানে কৃষকদের নিয়ে গম,তিল,সরিষার বীজ উৎপাদন করা হবে। এছাড়া মাছ চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে গ্রামের পুকুরগুলি লিজ নিয়ে শুরু হবে মাছ চাষ। নিজের পায়ে দাঁড়াতে পারবে এলাকার কৃষক ও মৎস্যজীবীরা।।