পানাগড়ে ব্যবসায়িক অপহরণের মূল পান্ডাকে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে এলো বুদবুদ থানার পুলিশ

 

নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় তদন্তে নেমে ধৃতদের মধ্যে মূল পান্ডা কে সোমবার দুপুর নাগাদ কাঁকসা থানায় নিয়ে আসে বুদবুদ থানার পুলিশ।পানাগড় বাইপাশ সংলগ্ন এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় এই সঞ্জীব বিশ্বাস ছিল মূল পান্ডা বলে পুলিশ জানতে পারে।তাই তাকে নিয়ে বুদবুদ থানার পুলিশের সাথে তার কাঁকসার বাড়িতে যায় পুলিশ।তদন্তে নেমে পুলিশ জানতে পারে অপহরণের ঘটনায় এই সঞ্জীব বিশ্বাস প্রায় আড়াই লক্ষ টাকা একাই নিয়েছিল।অপহরণের ঘটনায় টাকা উদ্ধারের পাশাপাশি আর কেউ জড়িত আছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।সেই কারণেই আজ কাঁকসার বাড়িতে যায়।

প্রসঙ্গত:-গত জানুয়ারি মাসের ১০ তারিখে পানাগড় বাইপাশ সংলগ্ন এলাকা থেকে বিরুডিহার বাসিন্দা তথা এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়।অপহরণের পর তার কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধর করে ছাড়া হয়।১৩ই জানুয়ারি অপহরণের কথা জানতে পারে পুলিশ।তদন্তে নেমে কাঁকসা ও দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে ৫জনকে গ্রেফতার করে বুদবুদ থানার পুলিশ।উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র,গুলি,নগদ টাকা সহ ধারালো অস্ত্র।তদন্তে নেমে যারা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল সেই দুই জনকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের সকলেই বর্তমানে দুর্গাপুর মহকুমা আদালতে বিচারাধীন।ঘটনার তদন্ত করার পাশাপাশি টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

নবীনতর পূর্বতন