নবাব খান,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চলে অভিযান।দীর্ঘদিন থেকে চ্যাংড়াবান্ধা ধরলা নদী থেকে অবাধে বালি তুলছে স্থানীয় বালি মাফিয়ারা । মাঝে মধ্যে পুলিশি ধরপাকড়ে সাময়িক বন্ধ থাকে বালি উত্তোলন। পুলিশ প্রশাসন কে বুড়ো আঙুল দেখিয়ে আবার সেই উত্তোলন জারি রাখেন বালু মাফিয়ারা।মাফিয়া রাজ বন্ধের লক্ষ্যে শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মেখলিগঞ্জ থানার এক বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে।
চ্যাংড়াবান্ধা ধরলা নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন বন্ধ করে । অভিযানে ছিলেন মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা, মেখলিগঞ্জ থানা সি. আই ভাস্কর প্রধান, ওসি মনিভূষণ সরকার । জানা যায় যে পুলিশি অভিযান চলাকালীন স্থানীয় কতিপয় গ্রামবাসী প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে । পুলিশ বাহিনীর সঙ্গে গ্রাম বাসীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে । পুলিশ দুটি ফকলেন জিসিপি এবং তিনটি ট্রাকটার বাজেয়াপ্ত করে।ঘটনাস্থলে থাকা কয়েকজন কে গ্রেপ্তার করে ।