নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- গোপালপুরে কেশব কানন বহুতল আবাসনে ঘটলো দুঃসাহসিক চুরি। আতঙ্কের মধ্যে আবাসিকেরা।তালাবন্ধ ফাঁকা ছয় ছয়টি আবাসনে চুরি করলো মাত্র দুই চোর। আবাসিকেরা জানিয়েছেন এই প্রথম এ ধরনের চুরির ঘটনা ঘটলো কিন্তু তারা এবার চরম আতঙ্কে রয়েছেন। বহু আবাসিক আতঙ্ক প্রকাশ করে বলছেন এবার ঘরে লোক থাকা অবস্থায় যদি মেরেধরে চুরি করে নিয়ে যায় তবে কি হবে ? আবাসনে দুইজন নিরাপত্তারক্ষী রয়েছেন তাদের কথায় তারা রাত একটার পরে ঘুমিয়ে পড়েছিল , সম্ভবত তার পরেই চোরেরা এসেছে।মেন গেটে তালা দেওয়া ছিল , অনুমান করা হচ্ছে চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে এবং নিঃশব্দে শাবল জাতিয় বস্তু দিয়ে তালা ভাঙে এবং ফাঁকা আবাসনে চুরি করে পালায় । অনুমান করা হচ্ছে বহিরাগত রাজমিস্ত্রীর দলের কেউ এই চুরির সাথে যুক্ত ।
আবাসনের সহ সভাপতি বিপ্লব পাল বলেন “ রাতে মেইন গেটের তালা বন্ধ থাকা সত্বেও অন্য কোন উপায়ে চোরেরা এসে ঢোকে আবাসনে । এই মিহুর্তে বেশ কিছু আবাআসিক বাইরে গিয়েছিলেন , আবাসন তালা বন্ধ ছিল। বিভিন্ন তলায় দুইজন চোর এই সব বন্ধ আবাসনের তালা ভেঙে ঢোকে এবং চুরি করে।
আবাসিকদের অভিযোগ নিরাপত্তা রক্ষী রয়েছে তাতেও কিছু লাভ হয়নি। চোরেরা এসে চুরি করে নিয়ে যাচ্ছে। যারফলে আতঙ্কে রয়েছে আবাসিকেরা।আবাসিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন “ এই প্রথম এমন চুরির ঘটনা ঘটলো । কেউই কিছু শুনতে পায় নি । চরম আতঙ্কে রয়েছি ।
কার্যত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুইজন চোর একের পর এক আবাসনে ঢুকছে এবং চুরি করছে । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ।