পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- মালদহের বৈষ্ণবনগরে উদ্ধার হলো প্রচুর আগ্নেয় অস্ত্র। পুলিশ সূত্রে জানাগেছে পাঁচটি সেভেন এমএম পিস্তল ও ১০ টি ম্যাগাজিন সহ গ্রেফতার হয়েছে অস্ত্র কারবারি।ঘটনা সূত্রে জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ পিটিএস মোড় জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখে আটক করে।জানাগেছে ওই ব্যক্তিকে তল্লাশি করে প্রচুর আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার করে ।।
পুলিশ সূত্রে জানাগেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাহেল রানা । ধৃত ব্যক্তি জেরায় পুলিশকে জানিয়েছে ঝাড়খন্ড থেকে অস্ত্র আনা হয়েছিল মালদহে। ওই অস্ত্র বাংলাদেশে পাচারের ছক ছিল। ধৃত রাহেল বৈষ্ণবনগর থানার সব্দলপুরের মোহনপুর এলাকার বাসিন্দা। ধৃতকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ মালদহ আদালতে পেশ করে পুলিশ। তাকে জেরা করে অস্ত্র কারবারে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা পুলিশের।