জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- দুর্গাপুর থেকে আসা সিমেন্ট বোঝাই একটি দশ চাকার লরি উল্টে গেলে অজয়ের নদে। ঘটনাটি ঘটেছে আজ ভোরে বীরভূমের জয়দেব কেন্দুলী সংলগ্ন অজয় নদীর ফেরিঘাটে। ড্রাইভার ও খালাসী প্রাণে বাঁচলেও সিমেন্টগুলি পড়ে যায় অজয় নদীর জলে। সিমেন্ট বোঝায় লরিটি বীরভূমের দিকে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে গিয়ে এই বিপত্তি ঘটে। গাড়িতে অন্তত ৫০০ বস্তার মতো সিমেন্ট ছিল। এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গাড়ির মালিক এবং সিমেন্ট কোম্পানির কর্তৃপক্ষরা ঘটনাস্থলে আসেন। জয়দেব কেন্দুলির স্থানীয় শ্রমিকদেরকে নিয়ে সিমেন্ট ভর্তি ব্যাগগুলি উদ্ধার করা হয়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।।