শোলে সিনেমার ধাঁচে মোবাইল টাওয়ারের উপরে উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব প্রেমিকের

পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-শোলে সিনেমার জল ট্যাংকির ওপরে উঠে বিরুর বাসন্তীকে বিয়ের প্রস্তাবের সেই দৃশ্য কার না মনে আছে আর সেই শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহবান জানালো এক প্রেমিক। ঘটনাটি ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকার। যুবকের নাম বাবুলাল মন্ডল। ওই এলাকাতেই বাড়ি। বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদ্য পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে। ইংরেজবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

নবীনতর পূর্বতন