মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন

 

পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল নেতা শেখ তাফাজ্জুল এর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফোটার আওয়াজ শুনতে পাই তৃণমূল নেতা শেখ তাফাজ্জুল। বাইরে এসে দেখতে পাই গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও ততক্ষণে পুরো গাড়ি পুরে ছাই। বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জালনা ও পুড়েছে। তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন। ঘটনা স্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। তবে কে বা কারা আগুন লাগিয়েছে এবং  তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ।

নবীনতর পূর্বতন