পার্থ ঝা,মানিকচক(খবর7দিন প্লাস):- আজ মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গঙ্গা নদীতে ডুব দিতে পুন্যার্থীদের ঢল। মালদার মানিকচকের মানিকচক গঙ্গাঘাটে প্রতি বছরের মত এবারো জমজমাট আয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।
জানা গেছে, মালদা জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে প্রচুর পুণ্যার্থীরা আসেন মানিকচকের গঙ্গাঘাটে স্নান করতে। স্নান করে নদী পাড়ে খাওয়া-দাওয়া সারেন আগত পুণ্যার্থীরা। পুলিশ প্রশাসনের জোরদার নজরদারির পাশাপাশি মানিকচক স্বাস্থ্য দপ্তরের তরফে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।