হাসপাতালের বেডে শুয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দেবে বাঁকুড়ার নিশা

 


নবাব খান,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- ছাতনা ব্লকের আড়রা হাই স্কুলের ছাত্রী নীশা বাউরি আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক সে দেবে হসপিটালের বেডে বসে। গত শুক্রবার ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে তার শরীরে কম রক্ত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন। শারীরিক অসুস্থতার কারণে একপ্রকার পরীক্ষা দেওয়া অনিশ্চিতই ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী নীশার। এর পরে হসপিটালের বেডে বসে সে ঠিক করে সে এখানে বসে মাধ্যমিক পরীক্ষা দেবে। এর পরেই পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের এই বিষয়ে বলা হয়। এরপরেই হসপিটালে বসে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের এই ব্যবস্থাপনায় খুশি নিশা ও তার পরিবারের লোকজন।

নবীনতর পূর্বতন