*ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো কাঁকসার মাধবমাঠের বাসিন্দা ২বছর ৩মাসের আয়ুশ মন্ডলের*


নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):-বয়স মাত্র ২বছর ৩মাস। আর এরই মধ্যে গড়গড় করে বলে দিচ্ছে মাসের নাম,জায়গার নাম,সপ্তাহের সাত দিন,১থেকে ১০০ সংখ্যা।ফলের নামও রং,কম্পিউটারের মাউস কি বোর্ড সহ সমস্ত কিছু।কাঁকসা মাধব মাঠে মামার বাড়ি।সেখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা আয়ুশ মন্ডলের। আদো আদো উচ্চারণে তার মুখ থেকে এই সমস্ত কিছু শুনতে সাহা বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষজন।

আয়ুসের মা মানসি সাহা মন্ডল জানিয়েছেন,আয়ুশ বড় হওয়ার সাথে তার মধ্যে অদ্ভুত আচরণ দেখা যায়।তার ভাইজিকে পড়ানোর সময় তার পড়া মন দিয়ে সে শুনতো।ছোট বয়সেই তাকে যখন বাচ্চাদের দের রঙিন বই খুলে পড়ানো হতো তখন দেখা যেতো সে সব বলে দিচ্ছে।উল্টে নিত্যদিন তার প্রশ্নের উত্তরে দিতে তার ও পরিবারের সকলের হিমশিম খেতে হোচ্ছে।

নবীনতর পূর্বতন