বহু প্রাচীন ফলহারী শিব মন্দিরে রামায়ন পাঠ ও মহা যজ্ঞের আয়োজন

 


নিজস্ব সংবাদদাতা(,খবর7দিন প্লাস):- পানাগরের গাংবিল ডাঙ্গায় অবস্থিত বহু প্রাচীন ফলহারি বাবা শিব মন্দির।এই মন্দিরে গত কাল  সিয়ারাম মিশ্রর ব্যাক্তিগত উদ্যোগে ২৪ঘন্টা অখন্ড রামায়ণ পাঠের আয়োজন করা হয়েছিল,যা পরের দিন একটি হবন-যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা সপপূর্ণ হয়।। উক্ত অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্য শ্রী শম্ভু সাও মহাশয় দ্বারা, খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। 


এই অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে মা ভগবতী জাগরণ সংঘ, শ্রী ধাত্রী নারী সংগঠন, মাড়োয়ারি মহিলা সমিতি,  বজরং দল, মোটর পার্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ পানাগড়ের সকল সম্মানিত নাগরিকরা উৎসাহের সাথে অংশ নেন এবং মানস পথের প্রতিটি অনুষ্ঠানে সহযোগিতা করেন এবং মন্দির কমিটির 


সভাপতি ডঃ শ্যাম সুন্দর মান্না জি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানান। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সিয়ারাম মিশ্র জানান যে সমস্ত মানুষের স্বাস্থ্য এবং মঙ্গল কামনার লক্ষ্যে এবং ভোলে নাথের আশীর্বাদে যাতে ব্যবসায় ক্রমাগত বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকের জায়গায় সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতি থাকে সেই জন্যেই এই মহাযোগ্য আয়োজন করা হয়েছে।

নবীনতর পূর্বতন