সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গাড়ি চালক

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক গাড়ি চালক।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে পানাগড় বাইপাশে দুর্গাপুর গামী রাস্তায়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে একটি বড় কন্টেনার দুর্গাপুর যাওয়ার পথে কাঁকসা মোড়ের কাছে সার্ভিস রোডে ঢোকার মুখে আচমকা দাঁড়িয়ে পড়লে পিছনে একটি ছোট কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।গুরুতর আহত হয় ছোট কন্টেনারের চালক।

কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দুর্গাপুর গামী রাস্তায় ব্যাহত হয় যান চলাচল।কাঁকসা থানার পুলিশ আহতকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠানো পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নবীনতর পূর্বতন