বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল কাঁকসা ব্লকের নেতা নেত্রীরা


নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-কেক কেটে মমতা বন্দোপাধ্যের জন্মদিবস পালন করলেন তৃণমূল কর্মীরা।৫ই জানুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় কাঁকসার মোল্লা পাড়ায় কেক কেটে জন্মদিবস পালন করেন তৃণমূল কর্মীরা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পল্লব বন্দোপাধ্যায়,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধক্ষ তথা তৃণমূল নেত্রী বৈশাখী বন্দোপাধ্যায় সহ কাঁকসা অঞ্চলের তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তৃণমূল কর্মী সমকর্থকরা।


কেক কাটার পাশাপাশি এদিন এলাকার মানুষের মধ্যে মিষ্টি ও ছোট ছোট শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।এদিন কেক কেটে মমতা বন্দোপাধ্যের জন্মদিবস পালন করার পাশাপাশি তৃণমূল নেত্রীর দীর্ঘায়ু কামনা করেন সকলে।

নবীনতর পূর্বতন