নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনার পর নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরনিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণুদেব নোনিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ কে পুলিশের দেওয়া হল।প্রসঙ্গত দিন কয়েক আগে মালদায় এক তৃণমূল নেতা কে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রোশের মুখে পড়েছিল পুলিশ প্রশাসন, প্রশ্ন তুলেছিলেন ওই তৃণমূল নেতার নিরাপত্তা কেন তুলে নেওয়া হয়েছে।এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।এই ঘটনার পর আসানসোলে আগে যে সমস্ত তৃণমূল নেতার নিরাপত্তা ছিল তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ কেউ পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছে।