নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- শুক্রবার বর্ধিত ভর্তি ফি মকুবের দাবিতে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের পড়ুয়া সহ অবিভাবিকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়েছিল বিদ্যালয় চত্বর। অবরোধ করা হয়েছিল পুরাতন জাতীয় সড়কও । এই বিক্ষোভের জেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিরিক্ত টাকা নেওয়া হবে না জানলেও শনিবার ফের বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ও অবিভাবকরা।সমস্যা সমাধানে এদিন বিদ্যালয়ে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলার পরিষদের শিক্ষা কর্মাধক্ষ বৈশাখী বন্দোপাধ্যায়।তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বৈঠক করার পর
জানিয়েছেন,অবিভাবকদের নিয়ে বৈঠকের সময় সিদ্ধান্ত হয়েছিল ভর্তি ফির সাথে বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনুদান নেওয়া হবে।অবিভাবকদের অনুমতিতেই সেই টাকা নেওয়া হচ্ছিলো।তবে সবাই বিরোধিতা করছে তাই এই বিষয়ে ২৪০ টাকার বেশি কোনো টাকা নেওয়া হবে না বলে সদ্ধান্ত নেওয়া হয়েছে।তার অভিযোগ অবিভাবিকদের সাথে মিশে বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করে এলাকা কে উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে।কারণ শুক্রবারে যে রাস্তা অবরোধ হয়েছিল তার পিছনে বিজেপি ছিলো বলে তার দাবি।