কাঁকসা থানার উদ্যোগে "ফিরে পাওয়া"কর্মসূচির মাধ্যমে নয় জনের হাতে মোবাইল তুলে দেওয়া হল

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-কাঁকসা ব্লক সহ আশেপাশের এলাকায় গত কয়েকদিন আগে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তির মোবাইল উদ্ধার করে প্রকৃত মোবাইলের মালিকদের হাতে ফিরিয়ে দিলো কাঁকসা থানার পুলিশ।এদিন কাঁকসা থানা প্রাঙ্গনে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে ৯জনের হাতে তাদের মোবাইল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,সহ পুলিশ আধিকারিকরা।হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় হাতে পেয়ে খুশি মোবাইলের মালিকরা। কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, বেশ কিছুদিন আগে  জয়দেব মেলায় বেশ কিছু মানুষের মোবাইল হারিয়ে গিয়েছিল।কাঁকসা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ আসার পরই তদন্ত শুরু হয়।তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে মোবাইল গুলি উদ্ধার করে "ফিরে পাওয়া" কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

নবীনতর পূর্বতন