দুর্গাপুরে এটিএম লুট করার সময় সাফাইকর্মী তৎপরতায় ধরা পরল দুই যুবক

 

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- এটিএম এর স্ক্রু খুলে টাকা লুট করার সময় বাইরে থেকে সাফাই কর্মীর নজর পরে,নজরে পরতেই চোর চোর করে শুরু করে চিৎকার। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে পড়লো ধরা পরে দুই যুবক।

 ইচই পড়ে যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে। জানা গেছে, নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের একটি এটিএম রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ সেই এটিএমের সামনে বাইক রেখে দুই যুবক এটিএম এর ভেতর ঢুকে। 

তখন নিরাপত্তা রক্ষী এটিএমের বাইরে দাঁড়িয়ে ছিল। কিন্তু এটিএম মেশিনের স্ক্রু খুলছে ওই যুবক সেই নজর পরে বাইরে থেকে সাফাই কর্মীর। সে চোর চোর করতেই এটিএম-এ নিরাপত্তা রক্ষী তৎপরতার সাথে তাদের তাড়া করে। ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে। এক ফুলওয়ালা সুযোগ বোঝে একজনকে জাপটে ধরে।এবং অন্য আর একজনকে সিসি টিভি ক্যামেরাই দেখে পাশের মার্কেট থেকে পাকড়াও করে নিউ টাউনসিপ থানা এলাকার বিধান নগর ফাঁড়ির পুলিশ।



নবীনতর পূর্বতন