নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- ১০ম বর্ষ জঙ্গলমহল উৎসব অনুষ্ঠিত হল বুদবুদের কোটা গ্রামের একটি ফুটবল ময়দানে, এদিন প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী এ, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আইপিএস সায়ক দাস, এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সদস্যরা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মেলা চলবে দুইদিন। অনুষ্ঠানের শুভারম্ভ হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে। পরে আদিবাসী সংস্কৃতিতে অতিথিদের শাল পাতার মুকুট পরিয়ে, সকলকে বরণ করা হয়। কোটা গ্রামের পাশাপাশি এদিন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এই উৎসবে যোগদান করেছিলেন।
উৎসব প্রাঙ্গনে বিভিন্ন দপ্তরের কাউন্টার খোলা হয়েছে। এই সমস্ত কাউন্টার থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের সমস্যার সমাধান করতে পারবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি কাঁকসা ব্লকের দোমরা গ্রামে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল মহল উৎসব অনুষ্ঠিত হয় দোমরা গ্রামের একটি ফুটবল ময়দানে। এদিন অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সদস্যরা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
দুই দিনব্যাপী চলা এই উৎসব প্রাঙ্গণে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সুবিধার জন্য বিভিন্ন দপ্তরের কাউন্টার খোলা হয়েছে। যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের সমস্যার সমাধান করতে পারবেন। এছাড়াও হস্তশিল্পের বেশ কিছু কাউন্টার খোলা হয়। অনুষ্ঠান মঞ্চে এসে উদ্বোধন করার পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন।