পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- কালিয়াচকের যদুপুরে খুনের ঘটনা গ্রেপ্তার আরও এক। তাকে পেশ করা হলো মালদা আদালতে। পুলিশ ভ্যানে ওঠার আগে বিস্ফোরক মন্তব্য ধৃতের। ধৃতর নাম রিয়াউল হক ওরাফে রিজাউল হক ওরাফে রিজাউল। বয়স ৪৩ বছর। বাড়ি যদুপুর নয়াগ্রাম সালমান মন্ডলপাড়া। তাকে শেরশাহীর নয়াবস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ মাসের গত ১৪ তারিখ নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর মোমিনপাড়ায় খুন হয় তৃণমূল কর্মী হাসা সেখ (৫০)। ওই ঘটনার সময় দুজন আরো আহত হয়। ঘটনায় পরের দিন গ্রেপ্তার হয় আমির হামজা নামের ২৪ বছরের নয়াবস্তির এক যুবক। তার পর গ্রেপ্তার হয় জাকির সেখ। এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে তাকে পুলিশ ভ্যানে তুলার আগে বিস্ফোরক মন্তব্য করেছেন। ধৃতকে আজ বৃহস্পতিবার ১০ দিনের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।