হাসপাতালের কোয়াটারে ঢুকে মহিলা স্বাস্থ্য কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনার তদন্তে এলো ফরেন্সিক দল

 

নিজস্ব সংবাদদাতা,বুদবুদ(খবর7দিন প্লাস):- গত শুক্রবার হাসপাতালের কোয়াটারে ঢুকে হাসপাতালের গ্রূপ ডি মহিলা কর্মী দীপ্তি কোনা চৌধুরী নামের মহিলা গ্রূপ ডি কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বুদবুদের মানকর গ্রামীন হাসপাতালে।গুরুতর আহত মহিলা কর্মীকে হাসপাতালের কর্মীরা উদ্ধার করে মানকর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পরিবারের পক্ষ থেকে ও হাসপাতালের তরফ থেকে বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার দুপুর নাগাদ হাসপাতালে তদন্তে আসে ফরেন্সিকের একটি দল।ঘটনার দিন ঠিক কি কি হয়েছিল তা শোনার পর যে আবাসনে মহিলা কর্মীর উপর হামলা হয় সেই আবাসনের চারপাশ ঘুরে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তারা।

এছাড়াও আবাসনের ভিতরে ঢুকে সেখান থেকেও নমুনা সংগ্রহ করার পাশাপাশি ছবি সংগ্রহ করেন তারা।এদিন ফরেন্সিক দলের সাথে ছিলেন বুদবুদ থানার পুলিশ অধিকারীকরাও।যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি বলেই পুলিশ সূত্রে খবর।

নবীনতর পূর্বতন