বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে লরি ও বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত বাস চালক সহ প্রায় ২৯ জন।

নবাব খান,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- রবিবার সকালের পর যাত্রীবাহি বেসরকারী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো বাঁকুড়া-ঝাড়গ্রাম ন'নম্বর রাজ্য সড়কের উপর তালডাংরা থানার চাঁইপুর যাত্রী প্রতীক্ষালয়ের নিকট। এই ঘটনায় গুরুতর আহত হয় বাস চালক সহ ২৯ জন।

   স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও হুগলির তারকেশ্বর থেকে ন'নম্বর রাজ্য সড়ক ধরে সিমলাপাল হয়ে খাতড়ার দিকে একটি বেসরকারী বাস যাচ্ছিল। ঠিক সেই সময় তালডাংরার চাইপুরের কাছে উল্টো দিক থেকে আসা মালবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার অব্যবহিত পরেই লরি চালক-খালাসি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাংরা ও সিমলাপাল থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশের তরফে বাস চালক সহ মোট উনত্রিশ জনকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে বাস চালক সহ তিন জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর তালডাংরা গ্রামীণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।  আহত বাস যাত্রীরা জানিয়েছেন, সিমলাপালের দিক থেকে আসা লরিটি হঠাৎই বাসটিকে সামনে থেকে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েক জন কমবেশী আহত হয়েছেন।'আহত' বাস চালকের দাবি, উল্টো দিক থেকে আসা লরিটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। 

যার ফলে এই দূর্ঘটনা ঘটে।এই ঘটনায় ব্যস্ততম রাজ্য সড়কে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে যানচলাচল ব্যাহত হয়। যদিও পরে পুলিশী সহায়তায় যানচলাচল স্বাভাবিক বলে জানা গেছে।



নবীনতর পূর্বতন