বাঁকুড়া থেকে শিলিগুড়ি এসি বাসের পরিষেবা চালু করলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।


মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য এসি বাস পরিষেবা চালু করল দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।আজ বাঁকুড়া ডিপোয় এই বাসের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। 

এছাড়া উপস্থিত ছিলেন এসবিএসটিসির অন্যন্য আধিকারিকরাও। এসি এই বাসটি বাঁকুড়ায় ছাড়বে বিকেল পাঁচটায় পাশাপাশি শিলিগুড়ি থেকে বাঁকুড়া ফেরার সময় শিলিগুড়ি থেকেও বিকেল ৫ টায় এই বাসটি যথারিতি ছাড়বে৷ জানাগেছে,এই বাসে বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার ভাড়া ১১৫০ টাকা। এই এসি বাস পরিষেবার আনুষ্ঠানিক সুচনার পর সাংসদ অরূপ চক্রবর্তী বলেন এসবিএসটিসি বাসের ওপর মানুষ ভরসা করেন।এবং পরিষেবা যথেষ্ট ভালো। এবার বাঁকুড়া ডিপো থেকে শিলিগুড়ি এসি বাস চালু হওয়ায় মানুষ জন কম খরচে শিলিগুড়ি  যাতায়াতের সুযোগ পাবেন। একই সাথে তিনি জঙ্গলমহলের জন্য আরো কিছু রুটে বাস চলাচলের প্রস্তাব দিয়েছেন বলে জানান।অন্যদিকে এসবিএসটিসির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান সুভাষ মন্ডল  জানান বাঁকুড়ায় শীঘ্রই সিএনজি স্টেশন চালু করা হবে।এবং যে সব প্রত্যন্ত এলাকায় প্রাইভেট বাস ওপারেটাররা বাস চালায় না সেই সব এলাকায় বাস চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।ফলে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার কিছু রুটে বাস চালাবে সংস্থা।

নবীনতর পূর্বতন