নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- বছরের প্রথম দিনে অর্থাৎ পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি গ্রহণ করা হয় বুধবার।সেই মত এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার কাঁকসার সিলামপুরে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি এলাকার মানুষকে মিষ্টি মুখ করিয়ে ও এলাকার ১২০ জন দুঃস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নাসিম আলী মির।পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার কাঁকসার মোল্লা পাড়ায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি এলাকার মানুষকে মিষ্টি মুখ করিয়ে ও এলাকার খুদে পড়ুয়াদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধক্ষ বৈশাখী বন্দোপাধ্যায়,তৃণমূল নেতা পল্লব বন্দোপাধ্যায় সহ এলাকার কর্মী সমকর্থকরা।
এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার কাঁকসার কেনেলপারে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি ১০০০ দুঃস্থ মানুষের হাতে শীত কম্বল তুলে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে।অনুষ্ঠানে উপাঠিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী সহ ব্লকের কর্মী সমর্থকরা।এদিন দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি বেলুন উড়িয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার পানাগড়ের প্রয়াগপুর মোড়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি প্রায় ১০০০ দুঃস্থ মানুষের হাতের শীত কম্বল বিতরণ করা হয় দলের পক্ষ থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য নব কুমার সামন্ত,কাঁকসা ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি,উপ প্রধান প্রসেনজিৎ ঘোষ,পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ পিরু খান সহ অন্যান্যরা।
এছাড়াও এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল মিষ্টি বিতরণ করার পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্য কর্মী ও চিকিৎসক দের ফল মিষ্টি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান তৃণমূল কর্মীরা।উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান উজ্জ্বল মল্লিক,তৃণমূল নেতা সন্দীপ মহল,জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,তৃণমূল নেত্রী স্বপ্না বৈদ্য,ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী দেবযানী মিত্র সহ অন্যান্যরা।